আর কোচিং করাতে পারবেন না সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকরা। এ সংক্রান্ত সরকারি নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সীমিত আকারে ছাত্র পড়ানো যাবে। কোচিং বাণিজ্য নিয়ে ৫টি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এ রায় হলো। কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালাসহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নিয়ে জারি করা রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) হাইকোর্ট এ নির্দেশ দেন।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওইসব নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ নিয়ে ওই শিক্ষকেরা হাইকোর্ট রিট আবেদন করেন। তখন হাইকোর্ট রুল জারি করেন।