দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে বি এন পি। মানুষেরও প্রস্তুতি ছিল, তাই রাস্তার চলাচল ছিল স্বাভাবিক। তবে গাড়ীর সংখ্যা ছিল কম। বিভিন্ন জায়গায় বি এন পি’র কর্মীরা কক্টেল ফুটিয়ে উপস্থিতির জানান দিয়েছে। গাড়ীতে আগুন দিয়েছে একইভাবে। আগুন সন্ত্রাসীতে দলটির পূর্ব অভিজ্ঞতাও ভাল। ঢাকা থেকে দুরপাল্লার গাড়ী ছেড়ে যায়নি। তবে অফিস গার্মেন্ট ব্যঙ্ক মার্কেট রেস্তোরা সবই খোলা ছিল।
অবরোধ হরতাল জনজীবন বিঘ্ন ঘটালেও এখন থেমে থাকেনি কোন কিছুই। সব স্বচল থাকলেই দিন শেষে নেতারা গাল ফুঁলিয়ে বক্তৃতা করে “মানুষ স্বতস্ফুর্তভাবে হরতাল পালন করেছে”। অবশ্য অবরোধের বিপক্ষে পালটা কর্মসূচীও সরকারী দল আওয়ামী লীগ। মাঝে মাঝে খন্ড মিছিল দেখা গেছে রাস্তায়। কিন্তু নির্বাচনের আগমূহুর্তে রাজনীতির এই অপকৌশল নিয়ে আলোচনা হচ্ছে জনমনে। এখন নেতাদের বক্তৃতা শুনতে কেউ পল্টন কিংবা সরোওয়ার্দী উদ্যানে যায়না। সকলে শোস্যাল মিডিয়াতেই জেনে যায় সব। এছাড়া টেলিভিশনের টক শো তো আছেই। সারাক্ষন ফোন চেপেই টেবিলে বসে বিতর্কে জড়ায় পক্ষে বিপক্ষে। কিছু পরিচিত মুখ আছে যারা মিডিয়ার দুই আসরেই রাজনীতির বিবরন দেয়। কারও কারও রাজনীতিতে পুর্ব পরিচয় ছিল অন্যদলের। বিতারিত হয়ে এখন তারা বিপক্ষ দলের মূখপাত্র। গম্ভীর বক্তব্য দিয়ে পন্ডিত ব্যক্তিরা রাজনীতির গুনাগুন বর্ননা করেন জনগনের কাছে।
✪ আরও পড়ুন: অবরোধ
✪ আরও পড়ুন: কোন পক্ষটি সমর্থন করবে!
✪ আরও পড়ুন: বি এন পি’র রাজনীতি
✪ আরও পড়ুন: ড: ইউনুস
✪ আরও পড়ুন: যুদ্ধটি সহজ হবে না!
✪ আরও পড়ুন: বিএনপি দলের এক দফা
অবশ্য একটি বিষয় প্রায় নিশ্চিত” হরতাল অবরোধ নির্বাচনের আগে আর থামছেনা। কারন বি এন পি নেতারা সব জেলে না হয় পলাতক। নেতৃত্ব দেওয়ারও কেউ নেই। কোন নেতা প্রকাশ্যে আসতে পারছেনা। কোন জনসভা করাও নির্বাচনের আগে ডাকা সম্ভব নয়। তাই আন্দোলনটি স্বচল রাখতে কর্মসূচী দেয়া ছাড়া অন্যকোন উপায়ও নেই। কর্মসূচী না থাকলে বি এন পি রাজনীতিতে আছে সেটাই জানতে বোঝা যাবে না।
তত্বাবধায়ক সরকার কিংবা সরকার পতনের দাবী বি এন পি’র জন্য এখন দুরাশা। বিপদটি হল বি এন পি’র অভ্যন্তীণ বিভাজন দলটিকে দুর্বল করে দিয়েছে। সিনিয়র নেতারা অনেকে নিরাপদ অবস্থানে থাকতে স্বেচ্ছায় ধরা দিচ্ছেন পুলিশের কাছে। না হয় কর্মীবাহিনীর কাছে বিতর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কারনেই অনেকেই এখন প্রশ্ন করেছেন বি এন পি’র পরিকল্পনা কি? দলটি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে?
✪ আরও পড়ুন: রাজকাহন
✪ আরও পড়ুন:গণতন্ত্র
✪ আরও পড়ুন:বিদেশী প্রেস্ক্রিপশনে শেখ হাসিনা চলেননা
✪ আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে এখন এক চরম দু:সময় চলছে
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি