নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
সোমবার (১১ মার্চ) উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এই নোটিশ প্রদান করেন।
ওই নোটিশে বলা হয়েছে, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মাঠ দিয়ে পানির ড্রেনটি বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেও তিনি কোন পদক্ষেপ নেননি। যার ফলে বিদ্যালয়ের পরিবেশ ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের চলাফেরাসহ খেলাধুলার চরম অসুবিধা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পালন না করা ও কোমলমতি শিক্ষার্থীদের চলাফেরার পরিবেশ নষ্ট করা, যা প্রধান শিক্ষকের সরকারি দায়িত্বের প্রতি চরম অবহেলার শামিল। তাই আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তার জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বে বিদ্যালয়ের মাঠ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে স্থানীয় হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজন। এতে বিদ্যালয়ের পরিবেশ ও কোমলমিত শিশুদের খেলাধুলার সমস্যা সৃস্টি হচ্ছে। এ ঘটনায় শিক্ষককে ড্রেন বন্ধ করার নির্দেশ দিলেও তিনি ড্রেন বন্ধ না করায় কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৪ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি