রাশিয়ার সহায়তায় নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে হাঙ্গেরি। ওই প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন প্রকৌশলী ও শ্রমিকদের কাজ দিতে চায় ইউরোপের দেশটি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অনুরোধ করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।
এ বিষয়ে একজন কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন দক্ষ প্রকৌশলী ও শ্রমিক নিতে আগ্রহী হাঙ্গেরি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।’
হাঙ্গেরি দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। সেখানেও রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করার কারণে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী বলে জানান এই কূটনীতিক।
এ বিষয়ে বাংলোদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘রূপপুর প্রকল্প শেষ হওয়ার পর এখান থেকে দক্ষ লোকদের বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।’
রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হচ্ছে। রূপপুরের এই প্রকল্পে কয়েক হাজার বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে বিশেষায়িত জ্ঞান প্রয়োজন হয়। এই কাজে নিয়োজিত প্রকৌশলী ও শ্রমিকেরা বিশেষভাবে দক্ষ হন।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে দ্বৈতকর পরিহার ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি করতে আগ্রহী হাঙ্গেরি। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কারণে সহযোগিতা বাড়াতে চায় হাঙ্গেরি। এ জন্য তারা সহযোগিতার ক্ষেত্রে দুটি প্রাথমিক চুক্তি করতে চাইছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম