২৬তম স্প্যানে পদ্মা সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হলো আজ মঙ্গলবার (১০ মার্চ)। সকাল নয়টার কিছু পর
স্প্যানটি দুই পিলারের ওপর বসানোর কাজ শেষ হয়। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের
ওপর বসানো হয়েছে ২৬তম স্প্যানটি।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতুতে বসানো হয় ২৫তম স্প্যান। এর ১৯ দিনের মাথায় বসলো ২৬তম স্প্যান।
পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছরের জুলাই
মাসের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার ২৬টি বসে গেছে।
আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।
২০২০ সালে প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গেল বছরের ১১ ডিসেম্বর পদ্মা
সেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বলে ২০তম স্প্যানটি।
সিডিউল মোতাবেক চলছে সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ। দেশের সর্ববৃহৎ সেতুটির
মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং
গ্রুপ কোম্পানি লিমিটেড।
পাঁচ বছর আগে ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল
সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
এরপর একে একে পদ্মা সেতুতে বসে ২৫টি স্প্যান।
পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল। একটি থেকে আরেকটি
পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু
নির্মিত হচ্ছে। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।
বাংলা নিউজ/ মোস্তাফিজুর রহমান