মোঃ জহির হোসেন, স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ১০ টাকা কেজি দরে দুস্থ ও দিনমজুরদের কাছে ওএমএস’র চাল বিক্রি করা হয়।
আজ সকাল ১০ টা থেকে ওএমএস’র চাল বিক্রি শুরু হয় চলবে দুপুর ৩টা পর্যন্ত।
রায়পুরের মধ্যবাজার মরিচ হাটা জানাব নিজাম উদ্দিন পাঠান ও নতুন বাজার খেজুর তলা মোঃ ইকবাল হোসেন ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেন। বিক্রেতা দুজনই খাদ্য বিভাগের লাইসেন্সধারী ডিলার।
বর্তমাণ উদ্ভুত পরিস্থিতির কারনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
এই কর্মসূচী শুধুমাত্র রায়পুর পৌরসভার জন্য। প্রতিদিন ১জন ডিলার ১টন বিক্রি করবে অর্থাৎ প্রতিদিন ২ স্থান মিলে ৪০০ জন ক্রয় করতে পারবেন। সপ্তাহে ৩ বার মোট ১২০০ লোক কিনতে পারবেন।
কোন পরিবারের কেউ যদি হতদরিদ্র-খাদ্য বান্ধব কর্মসূচির (প্রতিমাসে ৩০কেজি ১০ টাকার চাল) অথবা ভিজিডি কর্মসূচির উপকারভোগী (প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি চাল) হয়ে থাকেন তাহলে তিনি এ কর্মসূচির আওতায় চাউল ক্রয় করতে পারবেন না।
ওএমএস এর আওতায় শ্রমজীবি মানুষ যথা দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন-শ্রমিক, ফেরিওয়ালা,চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষ ভ্রাম্যমান ওএমএস কর্মসূচির আওতায় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সপ্তাহে একবার ১০ টাকা করে (প্রতিকেজি) একজনে ০৫ (পাঁচ) কেজি চাল ক্রয় করতে পারবেন।
প্রতি রবি, মোঙ্গল ও বৃহস্পতিবার এই ৩ দিন ওএমএস’র ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কাযক্রম চলবে।