লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ৪ নং ওয়ার্ডে গত (১২/০৪/২০২০) রবিবার গরিব অসহায়দের নিয়ে ভিডিও প্রতিবেদন করার সময় চেয়ারম্যান দৈনিক নবচেতনার সাংবাদিক আবু মুসা মোহনের মোবাইল ছিনিয়ে নেন। এধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সাংবাদিক আবু মুসা মোহন জানান তিনি গত রবিবার পেশগত দায়িত্ব পালনে রায়পুর ৬নং কেরোয় ৪ নং ওয়ার্ডে যান সেখানে, কিছু মানুষের তথ্য নেন যে তারা সরকারি ত্রাণ পেয়েছেন কিনা এর মাঝেই চেয়ারম্যান বলেন এখানে ভিডিও করা যাবেনা এতে আমাদের বদনাম হয়। এক পর্যায়ে চেয়ারম্যান শাহজান কামাল তার মোবাইলটি চিনিয়ে নেয়। চেয়ারম্যান কতৃক কিছু লোক বলে ওরে গনধোলাই দেন কেউ বলে বোর্ড অফিসে নিয়ে চলেন কিছু লোক নিরপক্ষে ছিল । এক পর্যায়ে ২০ মিনিট যুক্তি তর্ক করার পর মোবাইল ফেরত দেন ।
এই বিষয়ে চেয়ারম্যান শাহাজাহান কামাল বলেন সাংবাদিক দের সাথে আমার কোন শক্রতা নাই। সাংবাদিক জাতির বিবেক । কথা ভুল বুঝাবুজির কারনে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।