মোবাইলফোন গ্রাহকদের সেবার ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করতে যাচ্ছে সরকার। শিগগিরই এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে। যার ফলে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ালে মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৫৬ টাকা ৩০ পয়সা কর দিতে হবে গ্রাহকদের।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র থেকে জানা গেছে, বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহকদের সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জসহ মোট ৫৪ টাকা ৬০ পয়সা কর দিতে হয়। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বর্তমানে মোবাইল রিচার্জের ১০০ টাকার ওপর ২৮ টাকা ১০ পয়সা শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটা পড়ে। এর পাশাপাশি রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স হিসেবে ৬ টাকা ১০ পয়সা এবং পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা কাটা হয়।
এদিকে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ সম্প্রতি এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে গনমাধ্যমে বলেছেন, বাংলাদেশে ইন্টারনেট সেবায় বৈষম্য অনেক বেশি এবং এর ওপর অতিরিক্ত কর চাপানো হলে গ্রাহকদের আরো দূরে সরিয়ে দেবে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি