করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফার্মেসি ছাড়া সব দোকানপাট ও সুপারশপ সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি এ কথা জানিয়েছেন। শেখ ইউসুফ হারুন বলেন, গত শুক্রবার থেকেই সরকারের এই নির্দেশনা কার্যকর হয়েছে।
তিনি আরো বলেন, সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের না হওয়া এবং দোকানপাট বন্ধ রাখার আদেশ সব ক্ষেত্রেই প্রযোজ্য।
জনপ্রশাসন সচিব আরো বলেন, এর আগে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুপারশপ খোলা থাকার কথা আমরা বলেছিলাম। তবে এটা সংশোধন হওয়ায় সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অফিস-আদালত বন্ধ রেখে ঘরে থাকার মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে।
সরকারের এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার বিষয়ে আদেশ এরইমধ্যে গতকাল শুক্রবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।