কোভিড-১৯ বা করোনার কারণে দেশের দুর্যোগময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকার অনুদান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বুধবার (১৫ এপ্রিল) সমপরিমাণ অর্থের চেক প্রধামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
তিনি বলেন, শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকরা ৫৭ লাখ টাকাও রয়েছে। সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।