চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় শনাক্ত হলো প্রথম একজন করোনা রোগী।
জানা যায়, তিনি নারায়নগঞ্জ থেকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে এসেছেন। আক্রান্ত রোগীটির বাসা সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুরের দক্ষিণপাড়া গ্রামে বলে জানিয়েছে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, আলমগীর হোসেন জানান, ৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ।
তিনি নারায়নগঞ্জ জর্জ আদালতে (এম এল এস এস) পদে কর্মরত ছিলেন। নারায়নগঞ্জ থেকে ফেরার পর জেলায় নিয়মিত নমুনা সংগ্রহের অংশ হিসেবে ঐ ব্যাক্তির নমুনা গত ১৫ এপ্রিল সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর ল্যাবে পাঠানো হলে সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফলাফল পাওয়া যায়। প্রাপ্ত নমুনা গুলোর মধ্যে চরমোহনপুর এলাকার ঐ ব্যক্তির নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব, এ জেড এম নুরুল হক ও পুলিশ সুপার আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) জেলাবাসীকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। নুরুল হক বলেন, তাই আসুন সকলে ঘরে থাকি, স্বুস্থ থাকি, নিজের পরিবার ও দেশ কে স্বুস্থ রাখতে সহযোগিতা করি।