প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। শনিবার (৪ জুলাই) থেকে শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত পুরো ক্যাম্পাস লকডাউন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
গতকাল শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরি আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
লকডাউনের এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি: University of Chittagong) (সংক্ষেপে চবি) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একটি সরকারি বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। এটি দেশের তৃতীয় এবং ক্যাম্পাস আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ২২,০০০ শিক্ষার্থী এবং ৬৮৭ জন শিক্ষক রয়েছেন৷