যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশির মৃত্যু। এ নিয়ে মোট ১৭০ জন বাংলাদেশির প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ৮৬৭ জন । এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।
অঙ্গরাজ্যটিতে ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজারের বেশি।
এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তাদের অভিযোগ বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেয়ার দাবিও জানান তারা। এরমধ্যেই, ধীরে ধীরে অঙ্গরাজ্যগুলো থেকে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১০৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুরো যুক্তরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ জন। মারা গেছেন ১৫ হাজার ৪৬৪ জন। সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪জন।
বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৩ লাখ ৩২ হাজার ৩৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৫ লাখ ৯৯ হাজার ৯৬১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৬০ হাজার ৭৬৭ জনের। দুর্ভাগ্যক্রমে, এ সংখ্যা আশঙ্কাজনক হারে প্রতিনিয়তই বাড়ছে।