ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে পুলিশের এসআই লিটন ঘোষ বাদী হয়ে নাসিরনগর থানায় এ মামলা করেন। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, রোববার ভোরে বিএনপির শতাধিক নেতাকর্মী ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় যানচলাচলে বাধা সৃষ্টি করে। পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন।
গত দুই দিনে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
মামলা সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে নাসিরনগর-সরাইল মহাসড়কের কুলিকুন্ড মোড়ে প্রায় শতাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মী দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানচলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মো কামরুল হোসেন, রিয়াজ উদ্দিন, লুৎফুর রহমান, শফিকুল ইসলাম, আল আমিন ও নিজাম।
উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান নির্দোষ দাবি করে বলেন, ‘ সাজানো নাটকে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ।’
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি