কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের শৃঙ্খলা ফেরাতে এবং পরিচালনা কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে তফশীল ঘোষণা করে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীরা।
বাজারের সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ীরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
বাজারের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণাপূর্বক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীরা।তারা বলেন দীর্ঘদিন কোন সাধারণ মিটিং এবং নির্বাচন না হওয়াতে ভেঙে পড়েছে বাজারে শৃঙ্খলা। আমরা সাধারণ ব্যবসায়ীরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। আমরা রাতে দোকানের চিন্তায় ঘুমাতে পারি না। ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করবে এমন লোকদের নিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫০ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি