নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিয়াম নামে একজনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতে থানা পুলিশের নিয়মিত অভিযানে খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।জানা যায়, সিয়াম উপজেলা চেয়ারম্যান মিন্টুর ভাগনে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আজকে নীলফামারী আদালতে সোপর্দ করা হবে।
আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৩৩ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি