নীলফামারীর জেলার কিশোরগঞ্জের বড়ভিটা বাজার নামক ফয়সাল ফিলিং স্টেশনের সামনে গতকাল ০২ (ডিসেম্বর) সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে সড়ক দূর্ঘটনায় হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামে একজন মৃত্যুবরণ করেন। তার বাড়ি উত্তর বড়ভিটা দলবাড়ী নামক জায়গায় তিনি ঐ গ্রামের মৃত জমসের আলীর ছেলে।পেশায় তিনি একজন মুয়াজ্জিন ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- হাফেজ নাজমুল মটরসাইকেলের তেল নিতে পাম্পে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে বহনকারী একটি জীপগাড়ি রংপুরে দিকে যাচ্ছিলেন। অপর প্রান্ত থেকে ছুটে আসা নাজমুলের মটরসাইকেল ও জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল ইসলাম ঘটনাস্থানে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে কিশোগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক জানান, নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির এবং নিহতের পরিবারকে পুনর্বাসনে জন্য সার্বিকভাবে ব্যবস্থাও নিবেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় লাশ পরিবারে হাতে হস্তান্তর করা হয়েছে।
আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি