রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পেছনে একটি দুই তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, আজ বিকেল ৪টায় ফায়ার সার্ভিস সংবাদ পায় রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। তাঁরা প্রাথমিকভাবে জানতে পারেন সেটি আবাসিক ভবন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদওএখন পর্যন্ত পাওয়া যায়নি।
আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৭ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি