বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার প্রথম ওভারেই সাকিবের আস্থার প্রতিদান দিয়েছেন।
ষষ্ঠ বলটি অফ স্টাম্পের বাইরে পরে আরো বাইরে দিয়ে চলে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে শট খেলতে যান কুশল পেরেরা। ঠিকমতো টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। পেরেরা ফিরেছেন ৪ রান করে। শ্রীলঙ্কা ১ ওভারে ৫/১।
প্রথম পাওয়ার প্লের (১২তম ওভার) পরপরই আক্রমণে এসেছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এসেই উড়তে থাকা মেন্ডিসকে ফেরালেন তিনি। সাকিবের ওভারের তৃতীয় বলটি সজোরে হাঁকিয়েছিলেন লঙ্কান এ টপ-অর্ডার ব্যাটার। দেখে মনে হচ্ছিল, বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে তার হাঁকানো শটটি। তবে লগ-অন প্রান্তে তা তালুবন্দি করেছেন শরিফুল। ১২ ওভারে ৬৯/২