ভবনে থাকা রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই অংশ হিসেবে বেইলি রোডে বন্ধ থাকা “সুলতানস ডাইন” রেস্টুরেন্ট সিলগালা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
এর আগে, সুলতানস ডাইন পরিদর্শনে যায় রাজউকের অভিযান পরিচালনাকারী দল। তখন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। সেখানে একটি নোটিশ টাঙানো ছিল। তাতে লেখা ছিল, “রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে”। এরপর রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।
অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা দাবি করেছেন, তাদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, আজ বেলা ১১টায় বেইলি রোডের একিউপি শপিং মলে অভিযান চালায় রাজউক। গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট ব্যবসার কোনো অনুমোদন না থাকায় “নবাবী ভোজ” নামের একটি রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম