নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া জলাপাড়া গ্রামে পুত্রের দা কোপে পিতা নিহতের ঘটনায় ঘাতক পুত্রকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।
এর আগে, শনিবার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ (নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাবুল এবং তার পুত্র আবু বক্কর সিদ্দিকের বাড়ি সংলগ্ন আবাদি জমিতে খড়ের গাঁদা দেওয়ার জায়গা নিয়ে বাগবিতর্ক হয়, বাগবিতর্কের এক পর্যায়ে সাবুল তার পুত্রকে মারধর করে, মারধর দেখে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী লাবলী এগিয়ে আসলে সাবুল তার পুত্র বধুর পায়ে লাঠি দ্বারা আঘাত করে। এমতাবস্থায় আবু ব্ক্কর তার পিতা রবিউল ইসলাম সাবুল কে ধারালো দা দিয়ে পিতাকে এলোপাতারী কোপাতে থাকে। সাবুল তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পরলে আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।পরবর্তীতে সাবুলের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।আবু বক্কর সিদ্দিক ঘটনার পর থেকেই পলাতক ছিল।
র্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
আজ ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৬ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি