মৌলভীবাজারের রাজনগর পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হলে প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২২ মে) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
অপর দুই ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচর্জ মির্জা মাযহারুল আনোয়ার।
তিনি জানান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা রাজনগর পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিজাইডিং অফিসার মো. জাকির হোসেন, পোলিং অফিসার জাকির আহমদ ও আছমা বেগমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামালার পরিপ্রেক্ষিতে পুলিশ বিকেলে তাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২১শে মে) রাজনগর উপজেলা নির্বাচনে পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের ভোট দানে তারা সহযোগিতা করেছে। সেই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলা এবং নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করারও অভিযোগ আছে। এ বিষয়ে মামলার বাদী সুপ্রভাত চাকমার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)