বিশ্বকাপে আজ শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।
নিজেদের বিশ্বকাপ মিশন দারুণ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারায় প্রোটিয়ারা। এরপর অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে উড়িয়ে দেয় টেম্বা বাভুমার দল। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডের বিপক্ষে। তাদের কাছে ৩৮ রানে হেরে অঘটনের শিকার হয় দক্ষিণ আফ্রিকা। অসুস্থতার কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক বাভুমা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রেজা হেনরিখস।
অপর দিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ভালোভাবে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে পারেনি । তিন ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ জিতেছে তারা। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের কাছে ধরাশায়ী হয় ইংলিশরা। এই ম্যাচে একাদশে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।
ইংল্যান্ড একাদশঃ ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, রিস টপলি, গ্যাস অ্যাটকিনসন, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।
দক্ষিণ আফ্রিকা একাদশঃকুইন্টন ডি কক, রেজা হেনরিখস, রাসি ভ্যান ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, গেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৩ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি