ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর দেশে ফেরেননি আর সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় দেশে ফেরা তার জন্য বেশ কটিন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার কর্মী রুবেল হত্যা মামলার আসামিদের তালিকাতেও তার নাম চলে আসায় এখন তার দেশে ফেরাটা অনেকটাই অনিশ্চিত। এরই মধ্যে ভারতের সাথে টেস্ট সিরিজের জন্য ভারতে অবস্থান করছেন এখন। এদিকে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন।
প্রেস কনফারেন্সে সাকিব পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন বলে জানিয়েছেন। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে।
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি বিসিবির কাছে মিরপুরে আমার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছি। আমি এটা বিসিবিকে বলেছি, তারা আমার সাথে একমত হয়েছে। আমি যাতে বাংলাদেশে যেতে পারি তারা সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে।’
এদিকে দেশে ফিরে আসলে তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই অলরাউন্ডার। তবে নিরাপত্তার উদ্বেগ যদি তার এমন চাওয়ায় বাধা দেয়, সেক্ষেত্রে সাকিব নিশ্চিত করে বলেন, ‘যদি তা (নিরাপত্তার পরিবেশ সৃষ্টি) না হয়, কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি ক্রিকেটে হবে আমার শেষ টেস্ট।’
উল্লেখ্য, সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৫০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি