গুগল ম্যাপের ভুল নির্দেশনায় ব্রীজ থেকে পড়ে একটি গাড়ির চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ব্রীজের সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু গুগল ম্যাপ দেখে সেই নির্মাণাধীন ব্রীজেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে। এতে এই দুর্ঘটনা ঘটে। খবর-এনডিটিভি।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বরেলীতে ঘটেছে এই ঘটনা। রাজ্যটির রামগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন তারা। তাদের সবার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গাড়িতে করে বরেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন ৩ আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু।
পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এতে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থলে সতর্কতামূলক কোনও সাইনবোর্ড ছিল না। ফলে চালক বুঝতে পারেননি সেতুটি নিরাপদ নয়। ৫০ ফুট উচ্চতা থেকে গাড়িটি নদীতে পড়ে। এতে চালকসহ ৩ জনের মৃত্যু ঘটে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে অমিত ও বিবেক নামে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে নিহতদের পরিবার এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছেন। তারা প্রশ্ন তুলেছেন কেন সেতুটি অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং কেন সেখানে কোনো ব্যারিকেড ছিল না। নির্মাণ বিভাগকে অবহেলার জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৮ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি