কুসুম শিকদার- গান দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে লাক্স সুন্দরীর মুকুট ও নিজের অভিনয় চর্চায় ক্যারিয়ারের নতুন টার্ন হয় তার। গৌতম ঘোষের নির্মাণে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি গানটাও ছাড়েননি।
এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন এই অভিনেত্রী। পরিচালনা করেছেন ‘শরতের জবা’ সিনেমা। শুধু পরিচালনা নয়, এই সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। সিনেমায় অভিনয়শিল্পী হিসেবেও দেখা যাবে তাকে। সম্প্রতি নীরবেই এই সিনেমার শুটিং করেছেন তিনি। নিজের কাজের প্রচারণায় বিমুখ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে নতুন নতুন ছবি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। গতকাল ও বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে সেখানেই। ইউনিয়নের নামানুসারেই রাখা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।
কুসুম শিকদার বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছু দিন হয়তো লাগবে।’
কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম