হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক এর ক্যাপ্টেন খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই। লন্ডনে রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
টাইটানিক ছাড়াও এই গুণী অভিনেতা লর্ড অব দ্য রিংস সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। তার মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন। তিনি জানান, রোববার ভোরে অভিনেতা বার্নার্ড হিল মারা যান। আর এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, বার্নার্ড হিল অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।
এদিকে সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে বার্নার্ড হিলের টিভি পর্দায় ফেরার কথা ছিল। আর কাকতালীয়ভাবে ওই নাটকটি রোববার থেকে সম্প্রচার শুরু হয়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।
প্রসঙ্গত, বার্নার্ড হিল ১৯৭৫ সালে ‘ইট কুড হ্যাপেন টু ইউ’ নামে এক তথ্যচিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তী কালে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ‘গান্ধী’ এবং বব র্যাফেলসন পরিচালিত ‘মাউন্টেনস অফ দ্য মুন’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। তবে ১৯৯৭ সালে জেমস ক্যামেরন পরিচালিত অস্কারজয়ী ‘টাইটানিক’ ছবিতে জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের চরিত্রে তাঁর অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। পরে ২০০২ সালে ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজ়ির ‘দ্য দু টাওয়ার’ ছবিতে রাজা থিয়োডেনের চরিত্রে দর্শকের নজর কাড়েন তিনি। তার পরের বছর ‘রিটার্ন অফ দ্য কিং’ ছবিতেও একই চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক।
এছাড়া, হলিউড সিনেমার পাশাপাশি একাধিক টিভি সিরিজ়ে অভিনয় করেন বার্নার্ড। ১৯৮২ সালে বিবিসি সিরিজ় ‘বয়েজ় ফ্রম দ্যা ব্ল্যাকস্টাফ’-এ অভিনয় করেন তিনি। অভিনেতার প্রয়াণে হলিউডে শোকের ছায়া বিরাজ করছে। তাঁর অনুরাগী-সহ বিশিষ্টজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি