সাদিক অ্যাগ্রোর ছাগলকাণ্ডের পর সামনে আসতে থাকে নানা অনিয়ম ও জালিয়াতি। তাদের প্রতারণার অনুসন্ধানে এক পর্যায়ে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার সাদিক অ্যাগ্রোতে কীভাবে জব্দ করা আমদানি নিষিদ্ধ ব্রাহমা গরু গেল সেই সন্ধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এই অভিযান শুরু হয়।
এর আগে সোমবার অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারের সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। দরপত্র জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দুদকের সদস্যরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি