খুলনায় একটি যাত্রীবাহী বাস থেকে ৭টি সোনার বারসহ আবুল কালাম নামে একজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আবুল কালামের জুতার ভেতরে থেকে ওই ৭০ লাখ টাকার সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে খুলনার সিটি বাইপাস এলাকার সাচিবুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারের জন্য এ রুটটি ব্যবহার হয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে সোনার বারসহ আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতে সোনা পাচারকারী চক্রের সদস্য আবু কালাম। ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনে সাতক্ষীরা যাচ্ছিল সোনা নিয়ে। এমন সংবাদের ভিত্তিতে সাচিবুনিয়া এলাকায় পুলিশের একটি তল্লাশির চৌকি বসানো হয়। বাসটির যাত্রী আবু কালামের দেহ তল্লাশি করে সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৭৩৮ দশমিক ৫০ গ্রাম। আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি