ডিপজলের ছোট বেলার ভিলেন চরিত্রে অভিনয় করা কালা আজিজের ছোট ছেলে রাজধানীর দক্ষিণখানের কাওলার শিয়ালডাঙ্গা নিবাসী সুফল শেখ আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাওলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাদ আসর সুফলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তাঁর বাবা কালা আজিজের দুই ছেলের মধ্যে তিনি ছোট ছিলেন। বাবা কালা আজিজ (১ জুলাই ১৯৫৪ – ২৩ নভেম্বর ২০১৯) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্যে আলোচিত ছিলেন। কয়েক দশক ধরে তিনি শতাধিক বাংলা চলচ্চিত্রে খলনায়কের সহযোগী হিসেবে অভিনয় করেন। ওইসব চলচ্চিত্রে সাধারণত ডিপজল, আহমেদ শরীফ, মিশা সওদাগর, মিজু আহমেদ, জাম্বু, সাদেক বাচ্চু, কাবিলা, রাজীব, ডন, পারভেজ গাঙ্গুয়া, অমিত হাসান ও ইলিয়াস কোবরা খলনায়ক হিসেবে অভিনয় করত। প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়।
কালা আজিজের ছোট ছেলে সুফলের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। সুফল মিষ্টভাষী ও মিশুক ছিলেন। সর্বদা সবার খোজ খবর নিতেন। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুফল ১২০টির বেশী বাংলা সিনেমায় অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১:১৭ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি