নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার চীনা পর্যটকসহ ৫ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটির পাইলটও এ দুর্ঘটনায় নিহত হন। স্থানীয় সময় বুধবার (৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বুধবার নেপালে ডাইনেস্টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন ৫ জন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ৫ জন আরোহীই ছিলেন। তাদের মধ্যে চারজন চীনা পর্যটক এবং একজন পাইলট।
দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে সায়াব্রুবেসির উদ্দেশে রওনা দিয়েছিল। উড্ডয়নের মাত্র তিন মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটি কাঠমুন্ডুর উত্তরে নুওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোটের জেলার কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী। তিনি জানিয়েছেন, হেলিকপ্টারটি পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। তবে এটি কেন বা কীভাবে বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৪ জুলাই কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তে ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান কেবল পাইলট।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি