খুলনার পাইকগাছা বিএনপির একাংশের ছত্রছায়ায় সহযোগী সংগঠনের কিছু উচ্ছশৃংখল নামধারী নেতা-কর্মী কর্তৃক সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমান ও দৈনিক বাংলাদেশের আলো ও আজকের কন্ঠস্বর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন নায়েব এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাল্পনিক কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে সম্মানহানীর অপচেষ্টায় লিপ্ত হোরায়েরা বাদশা ও রাতুল গাজী।
বুধবার (৩০ অক্টোবর) পেশাগত কাজ শেষে পৌনে ৪টার দিকে বাড়িতে ফেরার পথে ঘোষাল গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে নব্য বিএনপি নেতা পরিচয়দানকারী মোবারেক হোসেন জয় ও গড়ের আবাদ গ্রামের গোলজার মোল্লার ছেলে হোরাইরা বাদশা সরল বাজারে মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল কেড়ে নিয়ে সকল ডকুমেন্ট চেক করে অসৌজন্যমুলক আচারন করে।
এ ঘটনার প্রতিবাদে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জরুরী ভিত্তিতে সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে (ভার্সুয়াল) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে,আগামী ৩দিনের মধ্যে যদি সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধান না হয় তাহলে.বিএনপির একংশের সকল সংবাদ বর্জন.তাদের অপকর্মের তথ্য অনুসন্ধান. বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সাধারন সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাদ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, আনারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল,কাজী সোহাগ, মানজারুল ইসলাম মিথুন,শাফিয়ার রহমান প্রমুখ।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি