কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ দায়ে তাদের আটক করে রৌমারী থানা পুলিশে হস্তান্তর করা হয়। মঙ্গলাবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। তাদের ভোরে উপজেলার মোল্লার চর সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৬১-৩ এস এর কাছে ফকিরপাড়া এলাকা থেকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, অনুপ্রবেশের অভিযোগে আটক ৮ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধভাবে আসার পথে ৮ জন বাংলাদেশিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিভিন্ন সময় কাজ করতে অবৈধ পথে ভারতে গিয়েছিল। পরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৬), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে জাকিরুল হক (৪৫)।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে দালালদের মাধ্যমে ভারতে কাজ করতে যায়। এবার এ পথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন অনেকে। কয়েকদিন আগে পার্শ্ববর্তী সীমান্তে একইভাবে ১২ জনকে আটক করে বিজিবি। তাদের নামে মামলা হয়েছে। আটকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও রৌমারী এলাকার দু’একজন মিলে স্থানীয় দালালদের সঙ্গে চুক্তি করে। কিন্তু আসার পথে বিজিবির হাতে আটক হন তারা।
এদিকে এ অবস্থায় বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে। কঠোর নজর রাখা হচ্ছে সীমান্তে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি