রাজধানীর মিরপুর-১৪ নম্বরের মিলি সুপার মার্কেট এলাকায় আন্দোলনের সময় ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্দোলনরত অবস্থায় তারা গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ দুই শ্রমিক হলেন আল-আমিন (১৭) ও রুমা আক্তার (১৫)।
গুলিবিদ্ধ আল-আমিনের বাবা আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, আমার ছেলে ক্রিয়েটিভ ডিজাইনার পোশাক কারখানার শ্রমিক। সকালে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে তা তীব্র হয়। পরে একসময় দুজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর-১৪ এলাকা থেকে দুজন পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। তাঁরা এখন চিকিৎসারত অবস্থায় আছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি