প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রদের উদ্দেশে বলেছেন, আপনার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের জন্য কাজ করবেন। আজ সোমবার ৩ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে যারা নৌকায় ভোট দিয়েছে তাদের ওপর অত্যাচার করা হয়েছিলো।
তিনি আরও বলেন, এখন গণতন্ত্র আছে বলেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে, এখানেই থেমে থাকলে হবে না। অনেক পরিশ্রমের ফল আমাদের এই উন্নয়ন। বিদ্যুৎ ও পানির ব্যবহার সীমিত রাখতে হবে। মানুষের আস্থা বিশ্বাস যেভাবে অর্জন করতে হয়, সেভাবে কাজ করবেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হয়। ২০১৩ সালে আগুনে পুড়িয়ে বহু মানুষকে হত্যা করা হয়েছে। আমরা আর সে রকম কোনো পরিস্থিতি চাই না।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয় তা আমরা এই ভোটগুলোর মাধ্যমে প্রমাণ করেছি।
উল্লেখ্য, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ এবং ১২ টায় রাজশাহী সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন