বর্তমান সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির গণমিছিল শুরু হয়েছে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ গণমিছিল শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিছিলটি রামপুরা থেকে মালিবাগ মৌচাক কাকরাইল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবো আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মিছিলটি কমলাপুর থেকে পীরজঙ্গী মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হবে।
গণমিছিল শেষে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।
এর আগে, গণমিছিলে অংশ নিতে নির্দিষ্ট পৃথক স্থানে জড়ো হতে থাকে বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে দিতে থাকেন।
ডিবিএন/এসই/ এমআরবি