দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর এবার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ার কারণে নেমেছে তাপমাত্রার পারদ, বেড়েছে শীতের দাপট। আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৷
এদিকে হঠাৎ করে গতকাল সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ার প্রভাব বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। শীতের কারণে তারা তেমন কাজকর্ম করতে পারছেন না। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতাল গুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৷ এ জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫২ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি