মৌলভীবাজার সদর উপজেলার পংম্মদপুর গ্রামে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রোমান মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।রোববার সকাল ৭টার দিকে উপজেলার বড় হাওরপাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, পংম্মদপুর গ্রামের লেবাস মিয়া ও আনর মিয়ার পক্ষের মধ্যে বড় হাওরপাড়ের (বিল) খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে (২৮ জুলাই) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষের লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে রোমান মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন– লেবাস মিয়া, রেদোয়ান আহমদ, নৌশা মিয়া, পপি বেগম, মসুদ মিয়া, মুসা মিয়া, আবু সালেহ, লাল মিয়া, রিপন মিয়া, সায়েক মিয়া, আব্দুল মুকিত, আকবর মিয়া। এদের মধ্যে রেদোয়ান ও লেবাস মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন চৌধুরী ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি কেএম নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি। হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি