ফিলিস্তিনের গাজার ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮৯ জনের বেশি মানুষ। খবর-বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলা করে। এতে অন্তত ৭১ ফিলিস্তিনির প্রাণহানি হয়। পাশাপাশি ২৮৯ জনেরও বেশি মানুষ এ ঘটনায় আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেখানেই এই হামলা করা হল। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে ইসরায়েলি মিডিয়ার রিপোর্টের বরাতে বিবিসি বলছে, হামাসের সিনিয়র নেতা মোহাম্মদ দেইফ হামলার লক্ষ্যবস্তু ছিলেন। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ‘ভূমিকম্প’ আঘাত হেনেছে। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষের মধ্য থেকে রক্তাক্ত হতাহতদের স্ট্রেচারে তোলা করা হচ্ছে।
অন্যদিকে, ঘটনার পাশ থাকা কুয়েত ফিল্ড হাসপাতালের ফুটেজে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা মেঝেতে পড়ে আছেন। হামাসের একজন নেতা বলেছেন, এই হামলা থেকেই বুঝা যায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী নয়।