দেশে গত দুই মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমেছে ২২ লাখ। এর মধ্যে জুলাই মাসে ১৬ লাখ ৫০ হাজার ও আগস্ট মাসে কমেছে ৫ লাখ ৫০ হাজার। চলতি বছরের জুন মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২৯ দশমিক ১৭ মিলিয়ন। আগস্ট মাস শেষে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৬ দশমিক ৯৭ মিলিয়নে।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ সেপ্টেম্বর বিটিআরসির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিটিআরসির তথ্যমতে, গত জুন মাসে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ছিল ১২ কেটি ৯১ লাখ ৭০ হাজার। জুলাই মাসে তা কমে দাঁড়ায় ১২ কেটি ৭৫ লাখ ২০ হাজার। আর আগস্ট মাসে গ্রাহক সংখ্যা নেমেছে ১২ কোটি ৬৯ লাখ ৭০ হাজারে। মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়ায় দেশের মোট ইন্টারনেট গ্রাহকও কমেছে। জুন মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫ হাজারে এবং সবশেষ আগস্টে ইন্টারনেট গ্রাহক আরো কমে ১৪ কোটি ৫০ হাজারে দাঁড়িয়েছে।
বিটিআরসির সিইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের এক কর্মকর্তা গনমাধ্যমে বলেন, বিভিন্ন কারণে গ্রাহক সংখ্যা কমতে-বাড়তে পারে। ইন্টারনেট ব্যবহারে খরচ বৃদ্ধিও একটি কারণ হতে পারে। ঠিক কী কারণে এত গ্রাহক কমেছে তা খতিয়ে দেখা হবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি