বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর সবচেয়ে প্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন এই অ্যাপ দিয়ে একাধিক ফটো ও ভিডিও শেয়ার করার পাশাপাশি ভয়েস ও ভিডিও কলিংয়ের মাধ্যমেও বন্ধু এবং আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখেন ব্যবহারকারীরা।
নিয়মিত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এখন হোয়াটসঅ্যাপে মিসড কল অ্যালার্টও পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ডু নট ডিসটার্ব’-এ রয়েছে আরও সব সুবিধা। যে কোনোদিনই এই ফিচার দেখা যাবে হোয়াটসঅ্যাপে।
বর্তমানে এই ফিচার আসছে ২.২২.২৪.১৭ বেটা আপডেট ভার্সনের জন্য়। ডু নট ডিসটার্ব ফিচারেই পাওয়া যাবে মিসড কল অ্যালার্টের সুবিধা। এটি টার্ন অন থাকলে অচেনা নম্বরের মিসড কল সম্পর্কে কোনো তথ্যই আর জানতে হবে না ব্যবহারকারীদের।
এদিকে হোয়াটসঅ্যাপে ডেস্কটপ ভার্সনের জন্যও আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। নতুন এই ফিচারটির ফলে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও এবার পাসওয়ার্ড দিতে পারবেন। তবে এখনও এই ফিচার নিয়ে কাজ কর্ম চলছে। দ্রুতই বেটা ভার্সনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হবে এই ফিচার।