নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। আলোচনাসভায় মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, বিশিষ্ট কবি ও গবেষক অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পারভীন আকতার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি