পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানির ট্যাংকার বিস্ফোরিত হয়ে ৭৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর-বিবিসি।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়ে। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের জন্য অনেক মানুষ আসেন। লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়। এর ফলে ৭৭ জন মারা যান। এছাড়া, উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
প্রসঙ্গত, নাইজেরিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে দেশটির তেল সমৃদ্ধ ডেল্টা প্রদেশে দুর্ঘটনার শিকার হওয়ার পর একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়। তাছাড়া দেশটিতে মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত দেড় বছরে দেশটিতে জ্বালানি তেলের দাম ৫ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, শুধুমাত্র ২০২০ সালেই ১৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৪ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি