নতুন মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে মূল দলে ফিরেই জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই তারকার নৈপুণ্যে গত মৌসুমের রানার্স-আপ দল লেন্সকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে পিএসজি।
নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে পিএসজির এটাই প্রথম জয়। লাসের বিপক্ষে ড্রয়ের আগে এনরিকের দল লোরিয়াঁর বিপক্ষেও গোল শূন্য ড্র করে শুরু করেছিল মৌসুম।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আজ পুরো দল যেভাবে খেলেছে আমি সবসময়ই চাই তারা এভাবেই খেলুক। কিন্তু ফুটবলে সবসময়ই বিস্ময় অপেক্ষা করে। আজকের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের একটি ছন্দ ছিল। আমার খেলোয়াড়রা ছিল দারুণ সাহসী। লেন্সের মতো দলের বিপক্ষে আমরা দারুণভাবে প্রতিরোধও গড়ে তুলেছি। একইসঙ্গে বেশ কিছু সুযোগও তৈরি করেছি।’
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লিসকে চেপে ধরলেও গোলের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪৪তম মিনিট পর্যন্ত। মার্কো আলোসনসোর গোলে ডেডলক ভেঙে লিড নেয় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের এসিস্টে দলকে এগিয়ে দেন তিনি।
এরপর ৯০ মিনিটের লিসের জালে তৃতীয় বারের মতো আছড়ে পড়ে পিএসজির বল। ফ্যাবিয়ান রুইজের পাসে ব্যবধান ৩-০ তে নিয়ে যান এমবাপ্পে।
গত মৌসুমের রানার্স-আপ লেন্স এই মৌসুমে এখনো জয়হীন, দুটি হারের সঙ্গে একটি ড্র। তবে পিএসজি আগের দুটি ড্রয়ের পর এবার একটি জয় পেয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম