মাদকের বিরুদ্ধে নীলফামারীর ডোমারের ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিযান চলাকালীন সময়ে ডোমারে মাদক সম্রাজ্ঞীখ্যাত সাহিদা বেগম রুপাকে(৩৯) মাদকসহ নিজবাড়ী কাজীপাড়ায় আটক করা হয়। ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমান আদালত বসিয়ে রুপাকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান