সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৪) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও কেক কাটার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা।
সকাল দশটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কাচারিমাঠ প্রাঙ্গণে এসে সমাবেত হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত করে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজার রহমান মাসুম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ছাত্রদের পড়ালেখার প্রতি তাগিদ দিয়ে বলেন, পড়ালেখার বিকল্প নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে। এছাড়াও মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৩৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি