খুলনার পাইকগাছায় সেনা ক্যাম্প ইনচার্জের পরিচয় দিয়ে মোবাইলে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক ২ টার দিকে ০১৭৮৭৮৭৬৩০৩ নম্বর থেকে দৈনিক যুগান্তর পাইকগাছা উপজেলা প্রতিনিধি জিএম মিজানুর রহমান কে কল করা হয়। মোবাইল করে তিনি সাংবাদিকের নাম জিজ্ঞাসা করে বলে আমি পাইকগাছা ক্যাম্প ইনচার্জ বলছি। আপনি ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন কোথাও। এসময় সে কড়া ভাষায় হুমকি প্রদশর্ন করে। এমনকি তাকে সেনা দপ্তরে তুলে নেয়ার হুমকি দেয়।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিক জিয়া নায়েব ঐ নম্বরে কল করে এবং বলেন আমরা আপনার সাথে দেখা করতে চাই। তখন অপর প্রান্ত থেকে বলা হয় আমি চলে যাচ্ছি। পথে আছি পরে এসে কথা বলবো। এরপর ঐ নম্বরে কয়েকবার কল করা হলে মাঝে মাঝে নম্বরটি বন্ধ পাওয়া যায়। নম্বরটি ট্রাকিং করে দেখা যায় ঐ ব্যক্তির বাড়ী গোপালপুর (সরল)। সে মজিদ গোলদারের ছেলে শামীম গোলদার।
এ সময় সাংবাদিক মিজান পাইকগাছা রয়্যাল ফিস ট্রেডিং এর অফিস কক্ষে কয়েকজন সাংবাদিকসহ বেশ কিছু লোক টিভি দেখছিলেন। কলরেকডিং এর একাংশ সরবরাহ করা হয়েছে।
এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য পাইকগাছা সেনা ক্যাম্প ইনচার্জের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৫ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি