চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এক কিলোমিটার দূরে অবস্থিত টংকাবতী নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে একদিকে দূষিত হচ্ছে নদী ও চারপাশের পরিবেশ, অন্যদিকে ভরাট হচ্ছে নদীর অংশ।
সরেজমিনে দেখা যায়, টংকাবতী নদীর এক কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা সদরের বটতলী বাজার। বাজারের মাছ, মাংস, কাঁচাতরকারি সহ নানা ধরণের দোকান, দালানকোঠা রয়েছে। বটতলী বাজারের দৈনন্দিন আবর্জনা বটতলী শহর উন্নয়ন কমিটির পরিচ্ছন্নতা কর্মীরা প্রকাশ্যেই ফেলছেন নদীতে। এসব আবর্জনার স্তুপ থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। পথচারিরা ময়লার গন্ধে নাকে রুমাল দিয়ে যাতায়াত করছেন। এখানে বর্জ্য অপসারণের কোন ব্যবস্থা নেই।
এছাড়া নদীর পাশে থাকা বাড়ির বাসিন্দারা দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেনা। এছাড়া নদীর দুই পাড়ে গড়ে ওঠা এসব স্থাপনায় বসতবাড়ি যেমন রয়েছে , তেমনি রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানও। অনেকে বংশ পরম্পরায়
নদীর জায়গা ভোগ দখল করে আসছেন।
স্থানীয়রা জানান, জবাই করা গরু-ছাগলসহ প্রাণীর বজ্য থেকে শুরু করে, কাঁচাবাজারের আবর্জনা, ব্যবসায় প্রতিষ্ঠানের আবর্জনা, পচা মাছসহ সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে এই নদীতে। টংকাবতী নদীটি বাঁচাতে
উপজেলার “টংকাবতী নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও” স্লোগানে আন্দোলন করে যাচ্ছে স্থানীয়রা।
এলাকার বাসিন্দা আমির উদ্দিন জানান, আমরা লোকজনদের সচেতন করে যাচ্ছি। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরা বাঁচব।
স্থানীয়রা আরো কয়েকজন বলেন, নদীর আবর্জনা উৎকট গন্ধ ছড়াচ্ছে। কেউ চলাফেরা করতে পারে না। প্রশাসন যদি ব্যবস্থা নিতো তাহলে নদীও বাঁচতো, আমরাও বাঁচতাম।
বটতলী শহর উন্নয়ন কমিটির আহব্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, আমরা জায়গাটা পরিদর্শন করেছি। খুব দ্রুত এই সমস্যার সমধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুস জানান, আমরা চেষ্টা করছি ময়লা গুলো অন্য জায়গায় ফেলার জন্য। আশা করি খুব অল্প সময়ে এর সুফল পাবে এই এলাকার লোকজন।
এই বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইনামুল হাসান জনান, এসব আবর্জনা টংকাবতী নদীতে না ফেলার জন্য বাজার কামিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে অন্য জায়গায় ময়লা ফেলার জন্য সরকারি খাঁস জায়গা খোঁজা হচ্ছে। এরপরও নদীতে ময়লা আবর্জনা ফেলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৩২ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি