লেবাননজুড়ে হানাদার ইসরায়েলের বর্বর হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সর্বশেষ আরো ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী বৈরুতেই হামলায় নিহত হয়েছে অন্তত ২০ জন। আর দেশটির পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছে আরো ১৩ জন। আহত হয়েছে আরো অনেকেই। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধসে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া এই হামলায় অন্তত ২০ জন নিহত ও আরো ৬৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন। এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতদের শরীরের বিভিন্ন অংশও শনাক্ত করার কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, এসব অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরেই নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, রাজধানী বৈরুত ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিমান বাহিনী বাস্তা এলাকার আল-মামুন স্ট্রিটে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ৮তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:০০ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি