‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ৩ টার দিকে সচিবালয় ১ নাম্বার গেট দিয়ে জোরপূর্বক ৫ শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের ভেতর প্রবেশ করে। ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলের ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন নিয়মে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। যে কারণে মার্কিংয়েও ভুল হয়েছে। এতে বৈষম্যের শিকার হয়েছেন তারা। এ সময় অবিলম্বে পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গত ১৫ অক্টোবর প্রকাশ হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
এতে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।
তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে অনেক। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম